এবারের মার্কিন নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে ‘সুষ্ঠু ভোট’ উল্লেখ করে দেশটির ফেডারেল নির্বাচন কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জালিয়াতির দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা জানান, ভোট কারচুপি, জালিয়াতি করে ভোট দেওয়া, ভোটের ফল পরিবর্তন করা এমন কিছুর কোনও প্রমাণ পাওয়া যায়নি।
ট্রাম্প প্রমাণ ছাড়াই দাবি করেছেন, তার পক্ষে পড়া ২৭ লাখ ভোট গণনা করা হয়নি। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এমনকি জো বাইডেনকে জয়ী হিসেবে মানতেও নারাজ তিনি।
বিবিসি প্রকাশিত ফলাফলে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০ আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২১৪।
এদিকে প্রায় এক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন।
চীন জানায় ‘আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। আমরা বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই।’
ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার কয়েকটি সংস্থা যৌথ বিবৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির নির্বাচন অবকাঠামো সরকার সমন্বয় পরিষদ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং মার্কিন নির্বাচন সহায়তা কমিশন।
তারা জানায়, ‘৩ নভেম্বরের নির্বাচন আমেরিকান ইতিহাসে সর্বাধিক সুরক্ষিত নির্বাচন ছিল। নির্বাচন কর্মকর্তারা ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। এবং বারবার চেক করা হয়েছে। ’
সেরা নিউজ/আকিব