প্রেসিডেন্ট থাকবেন কিনা তা সময়ই বলে দেবে বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৪ নভেম্বর) হোয়াইট হাউজের রোজ গার্ডেনে করোনাভাইরাস টাস্কফোর্স সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব বলেন।
নির্বাচন শেষে প্রায় এক সপ্তাহ পর তিনি ক্যামেরার সামনে সংবাদ সম্মেলন করেন। তবে এ সময় তিনি সাংবাদিকদের কোন প্রশ্ন করার সুযোগ দেননি।
ট্রাম্প বলেন, ‘আশা করছি ভবিষ্যতে যেকোনও কিছু ঘটতে পারে, কোন প্রশাসন দায়িত্ব নেবে তা কেউ বলতে পারে না, আমার ধারণা এজন্য সময় লাগবে।’
তবে শুক্রবারও টুইট বার্তায় নির্বাচনে জালিয়াতি নিয়ে তার দাবিকে সমর্থন জানানোয় সমর্থকদের ধন্যবাদ জানান ট্রাম্প।
এখন পর্যন্ত নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের বিজয় মেনে নেননি ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে বেশ কিছু অঙ্গরাজ্যে মামলা করেছেন। তবে তারা এমন অভিযোগন ভিত্তিহীন বলে দাবি করেছেন দেশটির নির্বাচন কর্মকর্তারা।
জর্জিয়া অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনায় জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ১৯৯২ সালের পর এই প্রথম ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জর্জিয়াতে জয় পেলেন। এ অঙ্গরাজ্যে জিতে তার মোট ইলেকটোরাল ভোট দাঁড়াল ৩০৬টি। অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। এই অঙ্গরাজ্যে জিতলে ট্রাম্পের ঝুলিতে জমা হবে মোট ২৩২টি ইলেকটোরাল ভোট।
সেরা নিউজ/আকিব