অনলাইন ডেস্ক:
তুমুল লড়াইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসতে তার অপেক্ষা করতে হবে ২০ জানুয়ারী পর্যন্ত। কিন্ত এরই মধ্যে নব নির্বাচিত প্রেসিডন্টের উপদেষ্টা নিযুক্ত হয়েছেন বাংলাদেশি আমেরিকান ড. ওসমান সিদ্দিকী। নির্বাচনে জিতেই করোনা মোকাবেলায় সর্বোচ্চ অবস্থানে থাকবে বাইডেন শিবির এমন ঘোষনা দেন। তারই ধারাবাহিকতায় গঠন করেন করোনা নিয়ন্ত্রক কমিটি। গত ৯ নভেম্বর ঘোষনা করা হয় ট্রানজিশন টিম। এই ট্রানজিট টিমের সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রয়াত নেতা ম্যাককেইনের স্ত্রী সিন্ডি ম্যাককেইনকে। আর এই ট্রানজিট টিমের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন বাংলাদেশি আমেরিকান ড. ওসমান সিদ্দিকী। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এই কমিটি থেকেই পরবর্তীতে মন্ত্রিপরিষদ গঠন করা হবে।
ড. ওসমান সিদ্দিকী সত্তর দশকের আগে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তিনি শিক্ষা জীবন শেষে যুক্তরাষ্ট্রেই ব্যবসা শুরু করেন এবং সেই সূত্রে মার্কিন নাগরিকত্বও লাভ করেন। পরবর্তীতে তিনি মার্কিন রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক’ হিসেবেও একবার দায়িত্ব পালন করেন। তাছাড়া প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে ড. ওসমান সিদ্দিকী ফিজিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রেসিডেন্ট ক্লিনটন ঢাকা সফরের সময়েও ড. ওসমান সিদ্দিকী তার সাথে ছিলেন। তারও আগে প্রেসিডেন্সিয়াল ডেলিগেশন হিসেবে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিদেন্ট নির্বাচনেও বাইডেন এবং কমলা হ্যারিসের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ড. ওসমান সিদ্দিকী । তিনি সাউথ এশিয়ান ফর বাইডেন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর তার নেতৃত্বেই যুক্তরাষ্ট্রের ১৮টি স্টেটে বাইডেন ফর বাংলাদেশি কমিটি গঠন করা হয়।
সেরা নিউজ/আকিব