স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। তবে শনিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশের পর সেখানে সাবেক অধিনায়কের নাম দেখা যায়নি।
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পদ পাওয়ার একটি খবর ভাইরাল হয়েছে। কিন্তু খবরটি ‘সত্য নয়’। কারণ, প্রেসিডিয়াম সদস্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে তার নাম নেই।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পাঠানো শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।
তবে শনিবার যুবলীগের যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে প্রেসিডিয়ামে মাশরাফীর নাম নেই। ৮ সদস্যদের প্রেসিডিয়ামে অবশ্যই একটি নাম ফাঁকা রয়েছে।
সেরা নিউজ/আকিব