ইরাক ও আফগানিস্তান থেকে আরও সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা প্রত্যাহারের এ আদেশ দিতে পারেন।
প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী মধ্য জানুয়ারি নাগাদ এসব সেনা প্রত্যাহার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আগে থেকেই ট্রাম্প বলে আসছেন, এ বছরের বড় দিনের পূর্বে সব সেনা দেশে ফিরিয়ে নিতে চান তিনি।
কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানে এখন পাঁচ হাজার মার্কিন সেনা রয়েছেন। এর মধ্যে মধ্য জানুয়ারি নাগাদ আড়াই হাজার সেনা প্রত্যাহার করা হবে। আর ইরাকে মার্কিন সেনা রয়েছে তিন হাজার যেখান থেকে কমিয়ে দুই হাজার ৫০০ করা হবে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করা হলেও তা সেনা কমান্ডারদের কাছে পাঠানো হয়নি।
ট্রাম্প এর আগে বলেছিলেন যে তিনি বড়দিনের মধ্যেই সমস্ত সেনা বাড়ি চান।
এদিকে ট্রাম্প জো বাইডেনের কাছে ৩ নভেম্বর নির্বাচনে পরাজয়কে অস্বীকার করছেন।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগেই এই প্রত্যাহারটি শেষ করতে চান ট্রাম্প।
সাদ্দাম সরকারের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র মজুতের অভিযোগ তুলে ২০০৩ সাল থেকে ইরাকে হামলা চালায় মার্কিন বাহিনী। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করে তাকে ফাঁসিতে ঝোলায়। তখন থেকেই দেশটিতে অবস্থান করেছে মার্কিন সেনারা।
অপর দিকে মার্কিন বাহিনী ২০০১ সাল থেকেই আফগানিস্তানে রয়েছে। ওই বছরের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার কয়েক সপ্তাহের মধ্যে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা নির্মূলে দেশটিতে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এই বছরের ফেব্রুয়ারিতে গোষ্ঠীটির সঙ্গে স্বাক্ষরিত এক শান্তি চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে যুক্তরাষ্ট্র।
সেরা নিউজ/আকিব