চাঙ্গা শেয়ারবাজার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
চাঙ্গা শেয়ারবাজার - Shera TV
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

চাঙ্গা শেয়ারবাজার

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

অর্থ বাণিজ্য ডেস্ক:
সাম্প্রতিক করপোরেট আয় এবং কোভিড-১৯ এর টিকা আসায় প্রত্যাশা বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। ফলে সোমবার বিশ্বজুড়ে শেয়ারবাজার ছিল রেকর্ড উচ্চতায়। করোনাভাইরাসের সংক্রমণ ও এতে মৃত্যু চীন ও জাপানে কমে আসায় এশিয়ার অর্থনীতি চাঙ্গা হয়েছে। ফলে দীর্ঘ সময়ের মধ্যে সোমবার অনেক শেয়ারের মূল্য রেকর্ড পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এমএসসিআই ওয়ার্ল্ড ইনডেক্সের বৈশ্বিক শেয়ারের মূল্য শতকরা ০.৫ ভাগ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৬০৮.৭৯ পয়েন্টে। এর ফলে এশিয়ার শীর্ষ স্থানীয় মার্কেটগুলোতে বিনিয়োগকারীরা ঝুঁকে পড়ে। ইউরোপের মার্কেটগুলোও শক্তিশালী সূচক দিয়ে শুরু হয়। ১৯৮৭ সালে শেয়ার বিক্রির পর সোমবারই জাপানের বাইরে এমএসসিআইয়ের এশিয়া-প্যাসিফিকের শেয়ার সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়।

চীনেও শেয়ারবাজার ছিল বড় রকমের সরগরম। বৃটেনের এফটিএসই১০০ এফটিএসই এবং প্যান-ইউরোপ এসটিওএক্সএক্স ইউরোপ ৬০০ এসটিওএক্সএক্স উভয় শেয়ারের মূল্য বৃদ্ধি দিয়ে শুরু হয় ইউরোপের সূচক। এ দু’টি শেয়ারের মূল্যই শতকরা ০.৭ ভাগ করে বৃদ্ধি পেয়েছে। রাস মল্ড-এর বিনিয়োগ বিষয়ক পরিচালক এজে বেল বলেছেন, ভালো সূচনার মধ্য দিয়ে শেয়ার বাজারের সপ্তাহ শুরু হয়েছে। টিকা আসার খবরে গত সাতদিন ধরে একরকম উচ্ছ্বাস কাজ করছে। বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা। দিনশেষে ওয়ালস্ট্রিটে যখন কেনাবেচা শুরু হবে তখন যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটও পজেটিভ সূচনার ইঙ্গিত দিচ্ছে। অর্থনীতির ক্ষতি পুষিয়ে ওঠার আশা থেকে তেলের দামও বৃদ্ধি পেতে সহায়ক হয়েছে। ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য শতকরা ০.৮ ভাগ বেড়ে গেছে। সবদিক থেকে আশার কথা থাকলেও ইউরোপিয়ান সরকারের বন্ডের তিন পয়েন্ট পতন হয়েছে। এক সপ্তাহে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে শতকরা ০.৩ ভাগ। ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ১৮৯৩ ডলার।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360