গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে রণক্ষেত্র থাইল্যান্ড - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে রণক্ষেত্র থাইল্যান্ড - Shera TV
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে রণক্ষেত্র থাইল্যান্ড

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:

গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ তীব্র রূপ ধারণ করেছে থাইল্যান্ডে। রাজতন্ত্রের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ চলছে দেশটিতে। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার পার্লামেন্ট ঘেরাও করলে রাজতন্ত্র অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় ব্যাংককে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে। পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠায় পার্লামেন্টের পাশের নদী দিয়ে নৌকা দিয়ে এলাকা ছাড়েন এমপিরা। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে ৫৫ জন আহত হয়েছেন। গুলির আঘাতে আহত হয়েছেন পাঁচ ব্যক্তি, যাদের মধ্য দু’জন শিক্ষার্থী।

গত জুলাই থেকে শুরু হওয়া সরকার ও রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিল।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউত চান-ওচার পদত্যাগসহ দেশটির রাজার ক্ষমতা খর্ব করার দাবি নিয়ে রাস্তায় নামে বিরোধী দল।

মঙ্গলবার সংবিধান পরিবর্তনের জন্য এমপিদের ওপর চাপ সৃষ্টি করতে হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্টের বাইরে অবস্থান নেন। তবে তাদের কাঁটাতারের বেড়া দিয়ে আটকে দেয় পুলিশ।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360