যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া রাজ্যে প্রদত্ত সব ভোট হাতে গণনা করা শেষ হয়েছে এবং প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ রাজ্যে বাইডেনের বিজয় সঠিক বলে ঘোষণা করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোটের নিরীক্ষার পর জো বাইডেনের ভোট সামান্য কমেছে। তিনি ১২ হাজার ২৮৪ ভোটে ট্রাম্পকে পরাজিত করেছেন।
জর্জিয়ায় জিতে ১৬টি ইলেকট্রোরাল ভোট নিজের করে নিয়েছেন জো বাইডেন।
কর্তৃপক্ষ বলছে, ভোট ঘিরে নিরীক্ষার পর এ অঙ্গরাজ্যে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে জর্জিয়ায় ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি। ফলে সব অঙ্গরাজ্যের ভোট গণনা শেষে বাইডেনের ঝুলিতে পড়ল ৩০৬টি ইলেকটোরাল ভোট।
এর আগে ২৭০টি ইলেকটোরাল ভোট পাওয়ার পরই ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দুই বছর আগে জর্জিয়ায় গভর্নর নির্বাচনের দৌড়ে ডেমোক্র্যাট স্টেসি আব্রামস সামান্য ব্যবধানে হেরে গেলে ২০২০ সালের নির্বাচনে রাজ্যটি দখলে অধিক মনযোগ দেয় ডেমোক্র্যাটরা। তবে এখানে ১৯৯২ সালে বিল ক্লিনটনের পর আর কোনো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বিজয়ী হতে পারেননি।
সেরা নিউজ/আকিব