হ্যাকারদের হাত থেকে ইমেইল সুরক্ষিত রাখবেন যেভাবে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
হ্যাকারদের হাত থেকে ইমেইল সুরক্ষিত রাখবেন যেভাবে - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

হ্যাকারদের হাত থেকে ইমেইল সুরক্ষিত রাখবেন যেভাবে

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

সেরা টেক ডেস্ক:

অফিসের কাজসহ এখন ব্যক্তিগতকাজেও এখন ই-মেইল ব্যবহার করছেন অনেকেই। ই-মেইল বর্তমানে সবার প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে হ্যাকারদের হাত থেকে নিজের ই-মেইল সুরক্ষিত রাখার দিকেও নজর দিতে হবে। জেনে নিন ই-মেইল সুরক্ষিত রাখতে যেসব পদক্ষেপ নেবেন।

প্রতিবার যখন বদল করছেন পাসওয়ার্ড, তা যেন একেবারেই আলাদা হয়। আগের পাসওয়ার্ডের সঙ্গে তার যেন কোনো মিল না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রতি মাসে আপনার মেইল আইডির পাসওয়ার্ড বদলানো জরুরি।

কমা, আপার কেস লেটার, সংখ্যা, লোয়ার কেস লেটার দিয়ে পাসওয়ার্ড তৈরি করুন। প্রতিবার যখন বদল করছেন পাসওয়ার্ড, তা যেন একেবারেই আলাদা হয়। আগের পাসওয়ার্ডের সঙ্গে তার যেন কোনো মিল না থাকে, সেটা খেয়াল রাখতে হবে।

জেনে নিন মোবাইলে কীভাবে বদলাবেন জিমেইলের পাসওয়ার্ড? ফোনে জিমেইল অ্যাপ খুলুন। তারপর সেটিংসে গিয়ে আপনার মেল আইডি প্রেস করুন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করুন। এরপর সিকিউরিটি সেকশনে যান। সাইনিং ইন টু গুগল অপশনে গিয়ে পাসওয়ার্ডে ট্যাপ করুন। এরপর আপনাকে অ্যাকাউন্ট সাইন ইন করতে বলা হবে। সাইন ইন করার পর নতুন পাসওয়ার্ড লাগবে। তারপর ট্যাপ করে পাসওয়ার্ড বদলান। ডেস্কটপ থেকে কীভাবে বদলাবেন জিমেইল পাসওয়ার্ড? আপনার কম্পিউটারে জিমেইল খুলুন। তারপর আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। সার্কুলার আইকনে প্রেস করুন। এরপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করুন। সিকিউরিটি অপশনে গিয়ে গুগলে সাইন ইন করুন। পাসওয়ার্ড নির্বাচন করুন। তারপর সাইন ইন করতে বলা হবে। নতুন পাসওয়ার্ড দিন, তারপর পাসওয়ার্ড বদল করুন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360