অনলাইন ডেস্ক:
ভোট জালিয়াতির উদ্ভট অভিযোগকারী আইনজীবী সিডনি পাওয়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প টিম। তিনি বিভিন্ন মিডিয়া ইভেন্টে যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে ভোট কারচুপির অভিযোগ করেছিলেন। এ জন্য তিনি কোনো তথ্যপ্রমাণ দেননি। তিনি দাবি করেছিলেন লাখ লাখ ভোট জো বাইডেনের বাক্সে দেয়া হয়েছে। বাইডেনকে জিতিয়ে দিয়েছে ‘কমিউনিস্টদের অর্থ’। তার এমন উদ্ভট দাবির প্রেক্ষাপটে ট্রাম্প টিম একটি বিবৃতি দিয়েছে। বলেছে, সিডনি পাওয়েল নিজের ইচ্ছায় আইনি চর্চা করেছেন। তিনি ট্রাম্পের আইনি টিমের কোনো সদস্যই নন।
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা বিষয়ক আইনজীবী রুডি গিলিয়ানি ও জেনা ইলিস এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্পের আইনি টিমের কোনো সদস্যই নন তিনি। প্রেসিডেন্টের ব্যক্তিগত কোনো আইনজীবীও নন তিনি। এই বিবৃতি সম্পর্কে জানতে পেরেছেন পাওয়েল। জবাবে বলেছেন, ভোট জালিয়াতির অভিযোগে তিনি শিগগিরই মামলা করবেন। এখানে উল্লেখ্য, এ মাসের শুরুর দিকে সিডনি পাওয়েলকে প্রেসিডেন্ট ট্রাম্পের আইনি টিমের অংশ হিসেবে নাম ঘোষণা করে টুইট করেন ট্রাম্প। এতে তিনি তাকে একজন বিস্ময়কর আইনজীবী এবং প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন।
সেরা নিউজ/আকিব