নকিয়ার ফিচার ফোনেই মিলবে স্মার্টফোনের অভিজ্ঞতা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নকিয়ার ফিচার ফোনেই মিলবে স্মার্টফোনের অভিজ্ঞতা - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

নকিয়ার ফিচার ফোনেই মিলবে স্মার্টফোনের অভিজ্ঞতা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

সেরা টেক ডেস্ক:

ফিচার ফোন ব্যবহারকারীদের স্মার্ট ফোনের মতো অভিজ্ঞতা দিতে নোকিয়া ৬৩০০ মডেলের নতুন হ্যান্ডসেট দেশের বাজারে নিয়েছে এইচএমডি গ্লোবাল। একইসঙ্গে সামাজিক নেটওয়ার্ক এর সুবিধা সম্পন্ন নোকিয়া ২২৫ ফোর-জি দ্রুতই দেশের বাজারে আনার ঘোষণাও দিল প্রতিষ্ঠানটি।

সোমবার (৩০ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নোকিয়ার পক্ষ থেকে।

এতে বলা হয়, চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফোর-জি সমর্থিত নোকিয়া ৬৩০০ ফোনে হোয়াটস অ্যাপ, ইউটিউব এবং অন্যান্য প্রচলিত অ্যাপ ব্যবহার করা হবে। এছাড়াও কাইওএস প্রযুক্তি সম্পন্ন এই ডিভাইসটিতে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং ম্যাপের মতো প্রযুক্তি সুবিধা।

কোয়ালকুম স্ন্যাপড্রাগন ২১০ মডেলের চিপ সম্বলিত নোকিয়া ৬৩০০-তে আরও থাকছে ওয়াইফাই এবং হটস্পট প্রযুক্তি। এত সব প্রযুক্তি সম্বলিত ডিভাইসটি গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে বাজারজাত করা হচ্ছে বলে জানানো হয় এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে।

নোকিয়া ৬৩০০ সেটের ফোর-জি সংস্করণ সম্পর্কে এইচএমডি গ্লোবালের প্রধান পণ্য  কর্মকর্তা জুহো সার্ভিকাস বলেন, ঐতিহ্যগত নকশার পাশাপাশি সামাজিক সংযোগ এবং নতুন চালচলনের সঙ্গে আধুনিক গ্রাহকের পছন্দের সঙ্গে তাল মিলিয়ে ৬৩০০ ফোর-জির আবির্ভাব হয়েছে। এছাড়াও চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থিত এবং সিরিজ ৩০ প্লাস পরিচলন ব্যবস্থার নোকিয়া ২২৫ সেটটি গ্রাহকদেরকে সামাজিকমাধ্যমে সংযুক্তের পাশাপাশি একাধিক অংশগ্রহণকারীর সঙ্গে গেমিং অভিজ্ঞতা দেবে।

প্রায় ১১৫০ মিলিএম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সঙ্গে সঙ্গে নোকিয়া ২২৫ ফোর-জির নকশায় ‘অসাধারণ ফিনিশিং’ দেওয়া হয়েছে। এছাড়াও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আসল ডিকশনারি অ্যাপটি ইংরেজি চর্চা করার জন্য সহায়ক হবে।

এইচএমডি গ্লোবাল বাংলাদেশের বিজনেসের প্রধান ফারহান রশিদ বলেন, নতুন প্রজন্মের নেটওয়ার্কের সঙ্গে ফিচার ফোন ব্যবহারে অভ্যস্ত গ্রাহকদের চাহিদা পূরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত রাখার উদ্দেশেই ফোর-জি ফিচার ফোন দুইটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশের বাজারে নোকিয়া ৬৩০০ ফোর-জির মূল্য পাঁচ হাজার ২৯৯ টাকা এবং নোকিয়া ২২৫ ফোরজি ফোন পাওয়া যাবে ৪ হাজার ১৯৯ টাকা মূল্যে। দুইটি ফোনই পাওয়া যাবে তিনটি ভিন্ন ভিন্ন রঙে।

উল্লেখ্যে, ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল বিশ্বজুড়ে নোকিয়া ফোনের নকশা, উন্নয়ন এবং প্রস্তুতকারক হিসেবে উন্নয়নশীল দেশের বাজারের জন্য স্মার্ট ফোনের পাশাপাশি সাশ্রয়ী মূল্যে উদ্ভাবনী ফিচার ফোন তৈরি করছে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360