অনলাইন ডেস্ক: ২০২৪ সালে অনুষ্টিতব্য যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান এবারের নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী, বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এই নির্বাচনে এখনো আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করলেও ট্রাম্প এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে বেশ কিছুদিন ধরেই অনেক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে আসছিল। আজ ফক্স নিউজের প্রধান হোয়াইট হাউজ সংবাদদাতা জন রবার্টস ‘দ্য ডেইলি বিস্ট’ এর একটি প্রতিবেদন নিশ্চিত করে বলেন- রুদ্ধদ্বার বৈঠকে গোপনে ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি আবারো প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আগামী ২০ জানুয়ারি বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে, এমনকি বাইডেনের অভিষেক চলাকালীন সময়েও তিনি এ ঘোষণা দিতে পারেন।
সেরা নিউজ/আকিব