ডেস্ক রিপোর্ট:
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে। শুক্রবার রাতে কোনো একসময় ভাস্কর্যটির ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশবিশেষ ভেঙে ফেলা হয়। এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষের বিভিন্ন সংগঠন।
এসব কর্মসূচি থেকে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। একই সঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেয়া হয়। তবে ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতিতে সবাইকে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই দেখছেন। ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটল। এদিকে শনিবার সন্ধ্যায় ভাস্কর্যটির সামনে মাইক্রোবাস থেকে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাঠে থাকার ঘোষণা আওয়ামী লীগের : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। এ ঘটনার প্রতিবাদে আজ যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আরও বেশ কয়েকটি সংগঠন ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, জাতির পিতার ভাস্কর্যের ওপর যারা আঘাত হানার দুঃসাহস দেখায়, তাদের প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। এ ঘৃণ্য অপশক্তিকে আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব। তাদের মূলোৎপাটন করা হবে।
শহীদ মিনারে মানববন্ধন : বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকে ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তা রুখতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট ঢাকা কেন্দ্র, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদের সদস্যরা অংশ নেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, রাজনীতি নিয়ে আমাদের মতভেদ থাকতে পারে। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কারও ভিন্নমত থাকা উচিত নয়। মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে এক কাতারে দাঁড়াতে হবে। তিনি জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও একাত্তরের আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে ১১ ডিসেম্বর সব উপজেলায় প্রতিবাদী মানববন্ধন করা হবে।
ঢাবিতে মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদী সন্ধ্যা : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি জানান, ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদের বিরুদ্ধে মশাল জ্বালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী সন্ধ্যার আয়োজন করা হয়। ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান সৈকতের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে এ ভিন্নধর্মী প্রতিবাদের আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে আলেম সমাজের একটি অংশের বিরোধিতার জেরে এ প্রতিবাদের আয়োজন করা হয়। এ সময় গান, কবিতা ও বক্তৃতার মাধ্যমে ভাস্কর্য নির্মাণে বিরোধিতাকারীদের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এর আগে মশাল জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মহানগর আওয়ামী লীগ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ সময় দক্ষিণের সভাপতি আবু আহম্মাদ মন্নাফিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানীর ধানমণ্ডির ৩/এ-এর দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ধানমণ্ডি ২৭ নম্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএ মান্নান কচিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবলীগ : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। সন্ধ্যায় রাজধানীর কলাবাগান জামে মসজিদের সামনে থেকে সংগঠনটির একটি মিছিল শুরু হয়ে ধানমণ্ডি-৩২ এ গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে আজ সারা দেশে প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভায় (সব মহানগরের অন্তর্গত প্রতিটি ওয়ার্ড) সারাদিন রাজপথে অবস্থান এবং বিকাল ৩টায় একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে সংগঠনটি।
ছাত্রলীগ : কুষ্টিয়ায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেরা টিভি/আকিব