সেরা স্পোর্টস ডেস্ক:
আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মাঠে। এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা যেহেতু আর নেই, র্যাংকিংয়েও জায়গা ফিরে পেয়েছেন টাইগার অলরাউন্ডার।
নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরই আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে ফেরেন সাকিব। এবার টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়েও ঢুকে পড়েছেন তিনি।
যদিও অনেক দিন মাঠের বাইরে থাকায় র্যাংকিংয়ে নিচে নেমে গেছেন। নিষেধাজ্ঞার আগে তিনে থাকা সাকিব অলরাউন্ডার র্যাংকিংয়ে ফিরেছেন চার নম্বর অবস্থান নিয়ে। ৭ ডিসেম্বর সর্বশেষ র্যাংকিং আপডেট দিয়েছে আইসিসি।
টেস্টের অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৬৬। সর্বশেষ র্যাংকিংয়ে এ তালিকায় এক নম্বর জায়গাটি হারিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ইংল্যান্ডের বেন স্টোকস ৪৪৬ রেটিং নিয়ে উঠে এসেছেন শীর্ষে, হোল্ডারের এক পয়েন্ট কম। সাকিবের আগে তিন নম্বরে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
সেরা টিভি/আকিব