সেরা টেক ডেস্ক:
প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ১৪.২ নিয়ে বিপাকে পড়েছেন আইফোন ব্যবহারকারীরা। অতি দ্রুতই শেষ হয়ে যাচ্ছে স্মার্টফোনের চার্জ, সাধারণের চেয়ে বেশি সময় চার্জ দিতে হচ্ছে ডিভাইস- এমনটাই অভিযোগ তুলেছেন অনেক ব্যবহারকারী।
এক প্রতিবেদনে অ্যাপল বিষয়ক সাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, অ্যাপলের ডেভেলপার ফোরাম এবং রেডিট সরগরম করে তুলেছেন ভুক্তভোগীরা। অনেক গ্রাহকের দাবি, ৩০ মিনিটেরও কম সময়ের মধ্যেই তাদের ডিভাইস ৫০ শতাংশের বেশি চার্জ হারাচ্ছে। ধারণা করা হচ্ছে, সমস্যাটি সফটওয়্যার-কেন্দ্রিক। একাধিক ব্যবহারকারী জানিয়েছেন, ব্যাটারির চার্জ ভালো থাকা সত্ত্বেও হুট করেই তা কমে যাচ্ছে।
আইফোন এক্স ব্যবহারকারী তানজিমা পৃথ্বী বলেন, ফোন আপডেট দেয়ার পর থেকে খুব দ্রুতই চার্জ শেষ হয়ে যাচ্ছে এমনকি শতভাগ চার্জ করার পরও হঠাৎ করেই দেখা যাচ্ছে ২০ শতাংশ চার্জ কমে গেছে।
রাতে ঘুমানোর আগে ৭০ শতাংশ চার্জ রেখে ঘুমিয়েছি সকালে উঠে দেখি ফোন পুরোপুরি চার্জশূন্য। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে চার্জ সমস্যায় আক্রান্ত স্মার্টফোনগুলোর মডেল একটু পুরনো। আইওএস ১৪.১ এবং আইপ্যাডওএস ১৪.১ আসার মাত্র দুই সপ্তাহ পরেই আইওএস ১৪.২ এবং আইপ্যাডওএস ১৪.২ নিয়ে এসেছে অ্যাপল। এখন পর্যন্ত আইওএস ১৪.২.১-এ ব্যাটারি সমস্যা ঠিক করার কোনো খবর আসেনি।
সেরা টিভি/আকিব