ইন্টারন্যাশনাল ডেস্ক:
গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইয়েরলুর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরদিন বুধবার (৯ ডিসেম্বর) পাল্টা ব্যবস্থা হিসেবে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার হেনজেলের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়েছে ইরান।
জানা যায়, ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসন ও হত্যাযজ্ঞে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ক্রিস্টোফার হেনজেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। এ প্রসঙ্গে বুধবার ইরানী পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে মানুষ হত্যায় সৌদি জোটকে অর্থ, অস্ত্র ও রাজনৈতিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইয়েমেন সংকটের রাজনৈতিক সমাধানে বাধা দিচ্ছে তারা। পাশাপাশি বেশ কিছু অপরাধে মুখ্য ভূমিকা পালন করছেন হেনজেল। এসব কারণে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা কার্যকর ও বাস্তবায়নে ভূমিকা রাখবে ইরানের সকল সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানগুলো কী ধরনের পদক্ষেপ নেবে, তা জানানো হয়নি।
সেরা টিভি/আকিব