অনলাইন ডেস্ক:
প্রেসিডেন্ট নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় বিপক্ষে যাওয়ায় অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের ওপর ক্ষেপেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রায়ের পর তিনি বারকে চাকরিচ্যুতির বিষয়টিও তুলছিলেন বলে জানা গেছে।
২০ জানুয়ারিতে বিদায় নেওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বারকে সরিয়ে দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।বিষয়টি সম্পর্কে জানেন এমন একটি সূত্র সিএনএনকে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন যে, নভেম্বরের ভোটের আগে উইলিয়াম বার হান্টার বাইডেনের কর ফাঁকির বিষয়টি তদন্ত ও প্রকাশ করতে পারতেন। কিন্তু তিনি সেটি করেননি। উইলিয়াম বার ২০ জানুয়ারির আগেই বিদায় নিতে চান এমন তথ্যেও ট্রাম্প হতাশা প্রকাশ করেন। তার ধারণা, বার নিজেকে রক্ষা করতেই এমনটি করার চিন্তা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্প কর্মকর্তাদের বলেন, তিনি বারের স্থলে কাউকে বসাতে চান।
আরো পড়ুন: করোনার টিকা
তবে বিষয়টি স্পষ্ট করেননি। দুটি সূত্র সিএনএনকে জানায়, প্রেসিডেন্ট সরিয়ে না দিলে উইলিয়াম বার ২০ জানুয়ারির আগে বিদায় নিচ্ছেন না। ঐ সূত্র জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও বারের মধ্যে বর্তমানে শীতল সম্পর্ক বিরাজ করছে। শুক্রবার সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যে ফল বাতিলের আবেদন প্রত্যাখ্যান করায় বারের ভূমিকায় হতাশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সেরা টিভি/আকিব