অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ট্রেজারি এবং কমার্স ডিপার্টমেন্টের আভ্যন্তরীণ ইমেইলে আড়ি পেতেছে রাশিয়ার সন্দেহজনক হ্যাকাররা। এ বিষয়ে জানেন এমন সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা আশঙ্কা প্রকাশ করেছেন এটা ভেবে যে, এই হ্যাক হতে পারে বড় এক বরফ চাঁইয়ের প্রান্তভাগ মাত্র। এই হ্যাক এতটাই গুরুতর যে, এর ফলে শনিবার হোয়াইট হাউজে বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা পরিষদ। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রকাশ্যে তেমন কিছুই বলেন নি। শুধু বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টিকে নিশ্চিত করেছে। তারা বলেছে, তাদের একটি এজেন্সিতে এমন ঘটনা ঘটেছে। এ জন্য সাইবার নিরাপত্তা এবং ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং এফবিআইকে ডাকা হয়েছে তদন্তের জন্য।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন উলিয়ট বলেছেন, এর সঙ্গে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে। কে বা কারা এমনটা করেছে তা শনাক্তের পদক্ষেপ ও এর প্রতিকার কি হতে পারে তা নিয়ে কাজ চলছে।
সেরা টিভি/আকিব