যুক্তরাষ্ট্রে লাগামহীন করোনা ভাইরাস, রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
যুক্তরাষ্ট্রে লাগামহীন করোনা ভাইরাস, রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা - Shera TV
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে লাগামহীন করোনা ভাইরাস, রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রে কোনভাবেই কমানো যাচ্ছে না করোনাভাইরাস রোগীর সংখ্যা। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা তিন লাখের কাছাকাছি পৌঁছে গেছে।

রোববার (১৩ ডিসেম্বর) দেশজুড়ে কোভিড-১৯ এর টিকা বিতরণ শুরু হওয়ার আগের দিন শনিবার বিকালে শনাক্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক ওই মাইলফলক পার হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

গত ২ ডিসেম্বর থেকে প্রতিদিনই এক লাখের বেশি কোভিড-১৯ রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। যুক্তরাষ্ট্রে আট মাসে ৮০ লাখ করোনা রোগী শনাক্ত হয়। দেশটিতে এ সংখ্যা দ্বিগুণ হতে মাত্র দুই মাস সময় নেয়। শনিবার করোনায় যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ তিন হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে আগামীকাল সোমবার থেকে ১৪৫টি জায়গায় ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা পাবে যুক্তরাষ্ট্রের জনগণ। প্রথম দফায় ৩০ লাখ ডোজ টিকা হাতে পেয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার ছুটির দিনে সেগুলো অঙ্গরাজ্যগুলোতে পাঠানো হবে। টিকা বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পের্না এমনটি জানিয়েছেন।

গত বৃহস্পতিবার এফডিএর ২৩ সদস্যের বিশেষজ্ঞ প্যানেল ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদনের সুপারিশ করে। পরে শুক্রবার টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র সরকার।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দৈনন্দিন জীবন ওলটপালট করে দেওয়া ও দেশটির অর্থনীতিকে বিধ্বস্ত করে দেওয়া মহামারি অবসানের লক্ষে শুক্রবার জরুরিভিত্তিতে ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকা অনুমোদন করেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

এফডিএ জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন করেছে! শুক্রবার রাতে টুইটারে এক ঘোষণায় জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে টিকা দেওয়া শুরু হবে বলে জনগণকে প্রতিশ্রুতি দেন তিনি।

কিন্তু শনিবার এক সংবাদ সম্মেলনে টিকা বিতরণের তদারকির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর জেনারেল গুস্তাফ পেরনা জানান, রোববার টিকার প্রথম চালানের সরবরাহ শুরু করা হবে এবং সোমবারের মধ্যে দেশের ১৪৫টি স্থানে টিকা বিতরণ করা হবে।

রাজ্য ও যুক্তরাষ্ট্রের অঞ্চলগুলোর নির্বাচন করা বাকি ৬৩৬টি স্থানে মঙ্গলবার ও বুধবারের মধ্যে টিকার ডোজ পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি। ফাইজারের এই টিকা অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মহামারি নিয়ন্ত্রণে নতুন প্রচেষ্টা শুরু হয়েছে। এ মহামারিতে বিশ্বের যে কোনো দেশের তুলনায় এখানে অনেক বেশি লোকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল পর্যন্ত কোভিডজনিত কারণে দেশটিতে মোট দুই লাখ ৯৭ হাজার ৮১৮ জনের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান জানাচ্ছে।

রয়টার্সের টালি অনুযায়ী, শুক্রবার দেশটিতে দুই লাখ ৩২ হাজার ৭০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে সর্বাধিক দৈনিক রোগী শনাক্তের নতুন রেকর্ড এটি। এদের নিয়ে যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৬০ লাখ ৬২ হাজার ২৯৯ জনে দাঁড়িয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

গত সাত দিনের গড় অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিদিন দুই হাজার ৪১১ জন রোগীর মৃত্যু হয়েছে। মহামারি শুরু হওয়ার পর থেকে এটিই এক সপ্তাহে সর্বোচ্চ গড় মৃত্যু। সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ফের হাসপাতালগুলোতে রোগীতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। এতে চাপের মুখে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা।

শুক্রবার পর্যন্ত দেশটির হাসপাতালগুলোতে এক লাখ সাত হাজার ৬৮৪ জন করোনাভাইরাস রোগী ভর্তি ছিল। মহামারি শুরু হওয়ার পর থেকে হাসপাতালে ভর্তি হওয়া সর্বাধিক রোগীর সংখ্যা এটি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360