সেরা টেক ডেস্ক:
মাইক্রো ব্লগিং সাইট টুইটার ‘স্কোয়াড’ নামের নতুন একটি স্টার্টআপ কিনে নিয়েছে। অ্যাপটি নিজ ব্যবহারকারীদের বন্ধুদের সঙ্গে একই সময়ে ভিডিও চ্যাট এবং স্ক্রিন শেয়ার করতে দেয়।
মালিকানা হাতবদল চুক্তির অংশ হিসেবে স্কোয়াডের পুরো দল, এমনকি অ্যাপটির সহ-প্রতিষ্ঠাতা এস্থার ক্রফোর্ড এবং ইথান সাটিন-ও টুইটারে যোগ দেবেন। ক্রফোর্ড জানিয়েছেন, টুইটার তাদের দলের অডিও এবং ভিডিও অভিজ্ঞতাকে নিজেদের কাজে লাগাতে চাইছে। তিনি আরও বলেছেন, পুরো দল ‘নতুন ফরম্যাট তৈরির অপেক্ষায় রয়েছে যা মজার, অর্থবহ এবং আকর্ষক আলাপনে অনুমোদন দেবে।’
মালিকানা হাতবদলের শর্তাবলি প্রকাশ করেনি টুইটার। স্কোয়াডের প্রযুক্তি চুক্তির অংশ কি না, তা-ও জানা যায়নি। স্কোয়াডের সহ-প্রতিষ্ঠাতা ক্রফোর্ড বলেছেন, ‘আমি আশা করি আমাদের এই পরিণতি বিনিয়োগকারীদের বৈচিত্র্য রয়েছে এমন দলে বিনিয়োগ করতে রাজি করানোর পাল্লা একটু হলেও ভারী করবে।
কারণ, প্রতিটি সাফল্য এক একটি প্রমাণ যে, আমরা ঐতিহাসিকভাবে অপর্যাপ্ত-মূলধন প্রাপ্ত এবং অবমূল্যায়িত প্রতিষ্ঠাতারাই ভালো বাজি। নারীদের ওপর বিনিয়োগ করুন এবং ভিন্ন বর্ণে বিনিয়োগ করুন। কারণ, আমরা আপনার জন্য অর্থ আয় করব।’
সেরা টিভি/আকিব