স্পোর্টস ডেস্ক:
ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার কীর্তি গড়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি। তালিকায় লেভার সঙ্গে সেরা তিনে ছিলেন ছয় বারের ব্যালন ডি’র জয়ী লিওনেল মেসি এবং পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। তাদেরকে হটিয়ে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন গেল মৌসুমে ট্রেবল জয়ী লেভানডভস্কি।
পুরস্কার জিতে তিনি গর্বিত বলে উল্লেখ করেছেন, ‘ অসাধারণ অনুভূতি। সত্যি বলতে আমি খুবই খুশি এবং গর্বিত। বছরটা আমার খুবই ভালো কেটেছে। দল এবং আমার সতীর্থদের জন্যও ছিল দারুণ। এই পুরস্কারের ভাগিদার তাই আমার সতীর্থ, কোচ এবং সার্বিকভাবে বায়ার্ন মিউনিখ।’
তিনি বলেছেন, ‘এমন এক শিরোপা জেতা এবং মেসি-রোনালদোর সঙ্গে তালিকায় নাম তোলা অসাধারণ ব্যাপার। আমার কাছে অনেক বড় প্রাপ্তি এটা। অনেক বছর আগে এমন এক পুরস্কারের স্বপ্ন দেখেছিলাম। এবার তেমনই কিছু জিতলাম।
বছরটা সারা বিশ্বের জন্যই কঠিন ছিল। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার সন্ধ্যাটা ছিল অসাধারণ এক মুহূর্ত। এরপর আমরা লিগ কাপ জিতেছি। এক মৌসুমের সম্ভাব্য সবকিছু ঘরে তুলেছি। অসাধারণ একজন কোচ, একটি দল নিয়ে আমরা একটি অভিন্ন লক্ষ্যের দিকে ছুঁটেছি।’
সেরা টিভি/আকিব