১৫০০ নারী নিয়োগ কর্মী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
১৫০০ নারী নিয়োগ কর্মী - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

১৫০০ নারী নিয়োগ কর্মী

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

অনলাইন ডেস্ক:
পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে ওমরাহ, হজ ও দর্শনার্থী হিসেবে আগত নারীদের যথাযথ সেবা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের দায়িত্বে দেড় হাজার নারী কর্মী নিয়োগ করেছে দুই পবিত্র মসজিদের প্রেসিডেন্সিয়াল কর্তৃপক্ষ। খবর আরব নিউজ।

আরব নিউজের খবরে জানা যায়, এর মধ্যে কারিগরি ও পরিষেবা বিষয়ক সংস্থায় কাজ করবে ৬০০ নারী কর্মী। বাকি নারী কর্মীরা নারীদের দর্শনার্থী ও ইবাদতকারীদের জন্য নির্ধারিত স্থানের ইলেকট্রিক যানবাহন পরিচালনা, জমজম পানি বিতরণ, তথ্যকেন্দ্র, প্রশাসনিক বিষয়ক, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।

নারী বিষয়ক উন্নয়ন উপ-প্রধান ড. আল-আনাউদ বিনতে খালিদ আল-আবোদ বলেন, এই পদক্ষেপটি কেন্দ্রীয় রূপান্তরমূলক উদ্যোগ ২০২৪-এর আওতাভুক্ত। যাতে দুই পবিত্র মসজিদে নারীদের সেবার মান আরও উন্নত হয়।

নারী উপ-প্রধান আল-আনাউদ আরও জানান, সৌদি আরবে নারীর ক্ষমতায় ও সৌদির ভিশন ২০৩০ এর সঙ্গে মিল রেখেই কাবা শরিফে নারীদের উন্নয়নে কাজ করতে এ নিয়োগ প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে সৌদি ভিশন ২০৩০ উপলক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ১০ নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। যারা পবিত্র নগরী মক্কা তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির কাজ পরিচালনায় যথাযথভাবে কাজ করবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360