৪ লাখ ঘুষের টাকাসহ গ্রেফতার দুই সরকারি কর্ককর্তা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
৪ লাখ ঘুষের টাকাসহ গ্রেফতার দুই সরকারি কর্ককর্তা - Shera TV
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

৪ লাখ ঘুষের টাকাসহ গ্রেফতার দুই সরকারি কর্ককর্তা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার:
ঘুষের টাকাসহ পিরোজপুর অডিট অফিসের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

সোমবার (২১ ডিসেম্বর) এক অভিযানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. শামীম হোসেন এবং এসএএস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হানকে ৪ লাখ ১৬ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করে দুদকের বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডলের নেতৃত্বে গঠিত এনফোর্সমেন্ট টিম।

সন্ধ্যায় দুদকের ভ্যারিফাইড ফেসবুক একাউন্টে এ তথ্য জানানো হয়েছে।

আসামিরা পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অডিট কার্যক্রমে গিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে ঘুষ দাবি করেন। ভুক্তভোগীরা টাকা দিতে বাধ্য হচ্ছেন এই মর্মে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ জানান।

অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের পক্ষ হতে সমন্বিত জেলা কার্যালয়, বরিশালকে এ অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সোমবার আসামিদের একটি রেস্টহাউজ থেকে নগদ টাকাসহ উদ্ধার করে এনফোর্সমেন্ট টিম। এ সময় তাদের কাছে উক্ত অর্থের উৎসের ব্যাখ্যা চাওয়া হয়। আসামিরা ঘুষ বাবদ গ্রহণ করেছেন বলে দুদক টিমের নিকট প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে দুদক তফসিলের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360