স্টাফ রিপোর্টার:
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই স্কুলের দুই শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন সরদার (৫০) ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস (৪৫)।
ঘটনাস্থল পরিদর্শনকারী আগৈলঝাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী হোসেন জানান, দুপুরে উপজেলা শিক্ষা অফিস থেকে শিক্ষার্থীদের নতুন বছরের বই উত্তোলন করেন রাংতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন সরদার ও সহকারী শিক্ষক বাসুদেব বিশ্বাস। এরপর ভ্যানে করে ওই বই পাঠিয়ে দিয়ে মোটরসাইকেলে করে তারা স্কুলে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন বাসুদেব বিশ্বাস।
তিনি আরও জানান, আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাঘপাড়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। মোটরসাইকেল চালক বাসুদেব বিশ্বাস ও আরোহী বাবুল হোসেন সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত জয়ধর শিক্ষক বাসুদেব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বাবুল হোসেন সরদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আলী হোসেন জানান, ঘটনার পর পরই ট্রাকটি দ্রুত চালিয়ে চলে যায়। ওই ট্রাকের নম্বর ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
সেরা টিভি/আকিব