করোনাভাইরাসের থাবা থেকে রক্ষা পেল না অ্যান্টার্কটিকাও। বিশ্বে করোনা প্রাদুর্ভাবের প্রায় এক বছর পর অ্যান্টার্কটিকায় অস্তিত্ব পাওয়া গেলো এই ভাইরাসের।
জানা গেছে, চিলির বিভিন্ন রিসার্চ স্টেশনের ৩৬ জনের শরীরে মিলেছে করোনার অস্তিত্ব। যাদের মধ্যে ২৬ জন চিলির সেনা বাহিনীর সদস্য। বাকি ১০ জন সাধারণ কর্মী।
বুধবার (২৩ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে, ওই গবেষণা কেন্দ্রে মালামাল সরবরাহ কাজে নিয়োজিত একটি জাহাজের তিন জনের শরীরে প্রথমে করোনা শনাক্ত হয়। পরে সেখানকার সদস্যদের করোনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে পৃথিবীর সাত মহাদেশেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লো।
আক্রান্তদের চিলির পুন্টা আরেনায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্টার্কটিকায় চিলির মোট ১৩টি রিসার্চ বেস রয়েছে। বর্তমানে সবগুলোই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।
চিলি সেনাবাহিনী জানিয়েছে, ইতিমধ্যে আক্রান্তদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত আক্রান্তদের মধ্যে কোনও জটিলতা দেখা যায়নি।
সেরা টিভি/আকিব