অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডার স্বাস্থ্যবিভাগ। নাগরিকদের বড়দিন উৎসবের আগেই প্রথম ডোজ দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির সরকারের।
দুই সপ্তাহ আগে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকার অনুমোদন দেয় কানাডা। এবার করোনাভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার টিকার অনুমোদন দিলো।
এর আগে ১৪ ডিসেম্বর কানাডায় আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কর্মসূচি শুরু হয়। ঐতিহাসিক এই প্রথম টিকা গ্রহণ করেন কুইবকীয়ান যিসেলে লেভেস্ককে আর তার আধা ঘণ্টা পর দ্বিতীয় টিকা দেয়া হয় টরন্টো হাসপাতালের স্বাস্থ্যসেবিকা অনিতা কোয়াইডেনজেনকে।
দেশটির ফেডারেল স্বাস্থ্য সংস্থা, নাগরিকদের জানায়, করোনার প্রতিষেধক হিসেবে মডার্নার ভ্যাকসিনকে কার্যকর এবং নিরাপদ বিবেচনা করা হয়েছে। সরবরাহের ভিত্তিতে প্রথম ডোজ নির্ধারিত সময়ের আগেই প্রদান করার চেষ্টা হবে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োটেক সংস্থার সাথে সরকারের চুক্তি অনুসারে কানাডা এই মাসে ভ্যাকসিনের এক লাখ ৬৮ ডোজ প্রদান করবে। অনুমোদনের ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি শুরু হবে।
২০২১ সালের মধ্যে কানাডায় ৪০ মিলিয়ন টিকার ডোজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মডার্না।
সেরা টিভি/আকিব