না ফেরার দেশে পাড়ি জমালেন ইংল্যান্ডের ব্যাটিং লিজেন্ড - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
না ফেরার দেশে পাড়ি জমালেন ইংল্যান্ডের ব্যাটিং লিজেন্ড - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন

না ফেরার দেশে পাড়ি জমালেন ইংল্যান্ডের ব্যাটিং লিজেন্ড

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ডের ব্যাটিং লিজেন্ড জন অ্যাডরিচ আর নেই। বড়দিনের দুই দিন আগে না ফেরার দেশে পাড়ি জমান ৮৩ বছর বয়সী সাবেক এই তারকা ক্রিকেটার। ১৯৬৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দেশের হয়ে খেলেন অ্যাডরিচ। ১৯৭০-৭১ অ্যাশেজ ট্যুরে দুটি শতকসহ ৭২.০০ গড়ে ৬৪৮ রান করেছিলেন অ্যাডরিচ। সেবার ২-০তে ইংল্যান্ডের সিরিজ জয়ে অন্যতম অবদান ছিল তার। দেশের হয়ে ৭৭ টেস্টে অংশ নিয়ে ১২টি সেঞ্চুরি আর ২৪টি ফিফটির সাহায্যে ৪৩.৫৪ গড়ে ৫ হাজার ৩৬১ রান সংগ্রহ করেন এই বাঁ-হাতি ওপেনার। ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারসেরা অপরাজিত ৩১০ রানের ইনিংস খেলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে সারের হয়ে ২৩ মৌসুমে ১০৩টি সেঞ্চুরির সাহায্যে ২৯ হাজার ৭৯০ রান সংগ্রহ করেন তিনি।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360