বড় দিনের প্রাক্বালে গির্জায় আগুন, নিহত ১১ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বড় দিনের প্রাক্বালে গির্জায় আগুন, নিহত ১১ - Shera TV
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

বড় দিনের প্রাক্বালে গির্জায় আগুন, নিহত ১১

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

নাইজেরিয়ার বর্ণ প্রদেশে বড় দিনের প্রাক্বালে খ্রিষ্টান অধ্যুষিত পেমি গ্রামে অতর্কিতে হামলা চালিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। তবে সিএনএনকে চিবক স্থানীয় সরকার অঞ্চলের সেক্রেটারি কাচাল্লাহ উসমান বলেন, বোকো হারাম পেমি গ্রামে হামলা চালিয়ে সাত জনকে হত্যা করেছে এবং যাজকসহ আরো সাতজনকে অপহরণ করেছে। তিনি আরো বলেন, তারা একটি গির্জা, ওষুধের দোকার ও বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দিয়েছে। আবওয়াকু কাবু নামে এক মিলিশিয়া লিডার বলেন, ট্রাক ও মোটরবাইকে করে পেমি গ্রামে বৃহস্পতিবার হামলা চালায় বোকো হারাম। তারা নির্বিচারে গুলি ছুঁড়ে এবং বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। তিনি বলেন, সন্ত্রাসীরা সাতজনকে হত্যা করেছে, ১০ টি বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং বড়দিন উদযাপনের জন্য যেসব খাবার মজুদ করা ছিল তা লুট করেছে। এছাড়া স্থানীয় সম্প্রদায়ের নেতা আলামসন শুক্রবার জানান, পরবর্তীতে আরও চারজনের লাশ পাওয়া যায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডেইলি মিরর, সিএনএন

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360