স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী এমপি। বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের বাসায় আইসোলেশনে আছেন।
শনিবার সন্ধ্যায় হুইপপুত্র চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন সেরা টিভিকে এ তথ্য জানান।
নাজমুল করিম চৌধুরী শারুন বলেন, ২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি। এরপর থেকে তিনি অসুস্থ ছিলেন। ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। রিপোর্টে করোনা পজিটিভ আসে।
সেরা টিভি/আকিব