সেরা ডেস্ক রিপোর্ট:
দলীয় কার্যালয় ভাঙচুর ও এক যুবদল নেতাকে আহত করার ঘটনায় বরিশাল মহানগর যুবদলের ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বহিষ্কার হওয়া নেতারা হলেন-বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত, সহ-সাধারণ সম্পাদক সহদেব শর্মা ও আল আমিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু এবং প্রচার সম্পাদক বশির আহম্মেদ।
এর আগে মহানগর যুবদলের দুই নেতার অন্তঃকোন্দলের জেরে দলীয় কার্যালয় ভাঙচুর ও এক নেতাকে আহত করার ঘটনা ঘটে। শুক্রবার রাত ৯টার দিকে বরিশালের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের (সদর রোড) জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী যুবদলের একাধিক নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, আসন্ন কর্মীসভা উপলক্ষে শুক্রবার রাতে অনানুষ্ঠানিক মতবিনিময় সভার আয়োজন করে জেলা ও মহানগর যুবদল। রাত ৯টার দিকে সভা চলাকালীন সময় কথা কাটাকাটি শুরু হয় মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুন এবং যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের মধ্যে।এরপর সভার মধ্যেই মাসুদ হাসানের অনুসারী হিসেবে পরিচিত বশির, ঝুনু, রাহাত সহ আরো দুজন হট্টগোল শুরু করে। তারা সেখানে থাকা চেয়ার ছুড়ে মারে মাজহারুল ইসলামের দিকে। এতে আহত হন তিনি।
সেরা টিভি/আকিব