অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা সদস্যরা। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় ৬টা ৫৫ মিনিটের দিকে রকফোর্ড শহরের ডন কার্টার লেনে হামলার খবর পায় পুলিশ। শিকাগো থেকে প্রায় ৯০ মাইল দূরে উইসকনসিন অঙ্গরাজ্যের সীমান্তে রকফোর্ড নগরী।
যুক্তরাজ্যের জাতীয় সংবাদ মাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ইলিনয় অঙ্গরাজ্যের পুলিশ প্রধান ড্যালিয়েল ওশিয়া জানান, হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটি আসি। একটি ভবনের পাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখি। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারী একটি ভবনের ভেতরে অবস্থান করছিল। কিন্তু আমরা কোন ধরনের অ্যাকশনে যাইনি। কারণ, আমাদের উদেশ্যই ছিল তাকে আটক করে জিজ্ঞাসাবদ করা।
এ ঘটনায় শহরে আতঙ্ক বিরাজ করছে। চারদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে কোন সন্ত্রাসী গোষ্ঠী জড়িত কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
এক বিবৃতিতে হামলার শিকার লোকজন এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন রকফোর্ড নগরীর মেয়র টম ম্যাকনামারা। তিনি বলেন, যারা আহত হয়েছেন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদের পাশে আছি।
রকফোর্ড রেজিস্টার স্টার জানিয়েছে, ২০২০ সালে শহরটিতে হত্যাকাণ্ড মারাত্মক হয়ে উঠেছে। এ বছরে এ শহরটিতে ৩৫ জন মানুষকে হত্যা করা হয়েছে। এর আগে ১৯৯৬ সালে এ নগরীতে ৩১ জনকে হত্যা করা হয়েছিল।
সেরা টিভি/আকিব