সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
তিন দশক ধরে আব্দুল কাদের ভাই ‘ইত্যাদি’র নিয়মিত অভিনেতা ছিলেন। তিনি শুরু থেকেই ইত্যাদি পরিবারের একজন সদস্য ছিলেন। এ অনুষ্ঠানের প্রতি তার আলাদা মমত্ববোধ ছিল। ইত্যাদিতে ‘মামা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান কাদের ভাই। তার চলে যাওয়া মানে আমাদের পরিবারের সদস্যের চলে যাওয়া। আমরা সত্যিই গভীরভাবে শোকাহত। তিনি শেষের দিকে শুধুমাত্র ‘ইত্যাদি’তেই কাজ করতেন। সবশেষ ২২শে সেপ্টেম্বর ‘ইত্যাদি’র শুটিংয়ে অংশ নেন কাদের ভাই।
আর সেটি প্রচার হয় ৩০শে অক্টোবর। শুটিংয়ের সময়ও তিনি তেমন অসুস্থ ছিলেন না। তবে মুখটা কেমন জানি লাগছিলো। যদিও শুটিং চলাকালীন তিনি কিছুই বলেননি। শুটিং শেষে আমাকে বলেছিলেন, ভাই শরীরটা ভালো যাচ্ছে না তেমন। দোয়া করবেন যেন আপনার ‘ইত্যাদি’তে আরো অভিনয় করতে পারি সামনে। তার চলে যাওয়ার খবর শুনে সেই কথাটিই শুধু মনে পড়ছে। তিনি যখন এ কথা আমাকে বললেন তখনই মনটা কেমন যেন করে উঠলো। পরে তার পুত্রবধূর মাধ্যমে জানতে পারলাম কাদের ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে। তিনি যখন ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন, তখন কথা হলো ভিডিওকলে। তার অবস্থা দেখে খুবই খারাপ লাগলো। কাদের ভাইকে তো এভাবে দেখতে চাইনি। কাদের ভাইয়ের কিন্তু খুব নিয়ন্ত্রিত জীবন ছিল। কোনো বাজে অভ্যাস ছিল না তার। ভালো মনের একজন মানুষ ছিলেন। তার চলে যাওয়া মানে ‘ইত্যাদি’র একটি অঙ্গহানি হওয়া। তার জন্য সবাই দোয়া করি, যেন তিনি জান্নাতবাসী হন।
সেরা টিভি/আকিব