অনলাইন ডেস্ক:
গত মঙ্গলবার মডার্নার তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
টিকাটি নেয়ার পর সাংবাদিকদের বলেন, এটি নেয়ার পর ভালো অনুভব করছি। আশা করছি অন্যরাও নিরাপদে এ টিকাটি নেবেন।
টিকা নেয়ার পর তিনি বলেছেন, নভেল করোনাভাইরাস প্রতিরোধে মার্কিন কোম্পানি মডার্না যে টিকা তৈরি করেছে, সেটি নেয়ার পর হাতে ২৪ ঘণ্টা ব্যথা থাকলেও কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
গত সপ্তাহে ভ্যাকসিন নেয়া ফাউসি সিএনএনের একটি অনুষ্ঠানে রবিবার নিজেই বলেছেন, ‘টিকা নেয়ার ৬ থেকে দশ ঘণ্টা পরে আমার হাতে ব্যথা অনুভূত হয়। সম্ভবত ২৪ ঘণ্টা ছিল। অথবা কিছু বেশি। পরে চলে যায়। অন্য কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া মনে হয়নি।’
ভ্যাকসিনটিকে ‘ভালো’ বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্ক ফোর্সের গুরুত্বপূর্ণ এই সদস্য, ‘সত্যি দারুণ। ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন থেকেও ভালো।’
প্রথম ডোজ নেয়ার কয়েক সপ্তাহ পর ফাউসিকে দ্বিতীয় ডোজ নিতে হবে। ‘চিন্তার কিছু না থাকলেও’ এই ডোজে বেশি ব্যথা অনুভূত হতে পারে বলে ধারণা করছেন ফাউসি, ‘আবার ব্যথা মনে হতে পারে, কারণ এই সময়ে ইমিউন সিস্টেম শক্তিশালী থাকবে।’
ফাইজার-বায়োএনটেকের পর সম্প্রতি মডার্নার ভ্যাকসিনেও অ্যালার্জি বিষয়ক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফিজিশিয়ান।
বোস্টন মেডিকেল সেন্টারে কর্মরত হোসেইন সদরজাদেহ নামের ওই স্বাস্থ্যকর্মীকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, টিকা নেয়ার প্রায় সঙ্গে-সঙ্গে তার অ্যালার্জি দেখা দেয়। পাশাপাশি মাথা ঝিমঝিম করেছে। বেড়েছিল হৃৎস্পন্দন।
ফাইজারের ভ্যাকসিনে এর আগে অ্যালার্জির ছয়টি পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ আসে। সেগুলো নিয়ে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা।
ফাইজারের টিকা নিয়ে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের এক নার্স অজ্ঞানও হয়ে যান।
বিজ্ঞানীরা এই পার্শ্বপ্রতিক্রিয়ায় কিছুটা চিন্তিত হলেও বিপজ্জনক মনে করছেন না।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, যৌগিক পলিয়াথিলিন গ্লাইকোলের (পিইজি) কারণে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে।
সেরা টিভি/আকিব