বিটকয়েনের নেটওয়ার্কে অঘটন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বিটকয়েনের নেটওয়ার্কে অঘটন - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন

বিটকয়েনের নেটওয়ার্কে অঘটন

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
Bitcoin gold coins with wallet, close-up. Virtual cryptocurrency concept.

সেরা টেক ডেস্ক:
বড় ধরনের অঘটন ঘটে গেছে ডিজিটাল মূদ্রা বা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের নেটওয়ার্কে। বিটকয়েন মূদ্রা গ্রাহকদের ব্যক্তিগত গোপন তথ্য অনলাইনে প্রকাশ করে দিয়েছে সাইবার অপরাধীরা। ঘটনা এখানেই শেষ হতে পারতো! কিন্তু না; সাইবার অপরাধীরা বেশ কয়েকজন গ্রাহকের ইমেইলে হুমকি দিয়ে বার্তা পাঠিয়েছে, এরই সঙ্গে অর্থও চেয়েছে।  গ্রাহকদের ডেটা বা তথ্য চুরির ঘটনা ঘটেছে ফ্রান্সভিত্তিক ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন হার্ডওয়্যার ওয়ালেট ‘লেজার’ থেকে গত জুলাইয়ে। আর সম্প্রতি সেসব তথ্য প্রকাশ হয়েছে রেইড ফোরামে, যেখানে সাইবার অপরাধীরা হ্যাক করা গুরুত্বপূর্ণ তথ্য বেচা-কেনা করে। এই এক ঘটনায় দুই লাখ ৭০ হাজারেরও বেশি গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে।

হ্যাক হওয়া তথ্যের মধ্যে আছে গ্রাহকদের ইমেইল ঠিকানা, পুরো নাম, মোবাইল নম্বর ও ডাক ঠিকানা। এসব তথ্য ‘লেজার’ ওয়েবসাইটে সংরক্ষিত ছিল।

এর আগে তৃতীয় একটি পক্ষকে লেজারের ই-কমার্স ও মার্কেটিং সংক্রান্ত ডেটাবেজের নিয়ন্ত্রণ দেয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360