ইতালী প্রতিনিধি।।
ইতালির রোম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি.ইতালীস্হ বরিশাল জেলা সমিতির সাবেক সভাপতি শওকত হোসেন মৃত্যুতে গত শুক্রবার রোমের প্রেনেসটিনা বসবাসরত বরিশাল বাসীর উদ্যোগে মক্কি মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলে অনুস্ঠিত হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব জনাব লুৎফর রহমান, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, বরিশালের প্রবীন ব্যক্তিত্ব হিরন দুররানী, বরিশালের কৃতি সন্তান এ্যাডভোকেট আনিচুজ্জামান, মেহেদি হাসান, সোহেল বক সি.মিজানুর রহমান মিজান, বৃহত্তর ফরিদপুর সমিতির সাধারন সম্পাদক হুমায়ুন কবীর,. আশরাফুল আলম খোকা.সোহেল খান, ইলিয়াস প্রমুখ। এম.এ রব মিন্টু দোয়া মিলাদ শেষে এক সংক্ষিপ্ত বক্তৃতায় শওকত হোসেন এর জন্য উপস্থিত মুসল্লীদের মাধ্যমে প্রবাসী সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন মরহুম শওকত ভাই আমাদের দীর্ঘ প্রবাস জীবনের সঙ্গী, তার মৃত্যুতে আমরা একজ নবড় ভাই, বন্ধু হারিয়েছি। তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন যদি শওকত ভাইর সাথে কারো কোন দেওনা পাওনা বা কোন প্রকার দাবি দাওয়া থাকে তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করবেন।উল্লেখ্য গত ২৭ ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু বরন করেন।