স্পোর্টস ডেস্ক:
বয়সের কোটায় ৪১ পেরিয়েছেন প্রায় দুই মাস হলো। তারপরও অবসর নিয়ে কোনো চিন্তাভাবনা কাজ করছে না ক্রিস গেইলের। মনের আনন্দে খেলে যেতে যান আরো কমপক্ষে ৫ বছর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন দ্য ইউনিভার্স বস।
গত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর অবসরের একটা ইঙ্গিত দেন গেইল। কিন্তু পরবর্তীতে ভারত সিরিজে খেলতে নেমে সবাইকে অবাক করে দেন এই ক্যারিবিয়ান ওপেনার। এখনো সমান তালে খেলে যাচ্ছেন আইপিএল, সিপিএলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে। ব্যাটে আগের মতো সেই ধার না থাকলেও টিকে থাকার জন্য যথেষ্ট তার পারফরম্যান্স।
তাই আগামী ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান গেইল। তিনি বলেন, ‘অবশ্যই এখন অবসর নেয়ার পরিকল্পনা নেই। আমি বিশ্বাস করি, এখনো পাঁচ বছরে মতো ক্রিকেট রয়েছে আমার ভেতর। তাই ৪৫-এর আগে অবসর নেয়ার সুযোগই নেই এবং হ্যাঁ দুটো বিশ্বকাপও আছে।’
সেরা টিভি/আকিব