অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক ধাপ বাড়িয়েছেন। ফলে গ্রিন কার্ডের আবেদনকারী ও অস্থায়ী বিদেশি শ্রমিকেরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না। গত বছরের এপ্রিল ও জুন মাসে প্রথমধাপে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। যার মেয়াদ ৩১ ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিলো। তবে এবারে এই নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও বিদেশি শ্রমিকদের ওপর এই নিষেধাজ্ঞার কারণে ক্ষতির সম্মুখিন হবেন দেশটির ব্যবসায়ীরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নতুন মেয়াদে নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে ট্রাম্প বলেছেন, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় দেশটির স্থানীয় শ্রমিকদের রক্ষার্থে এই নিষেধাজ্ঞার প্রয়োজন। নিষেধাজ্ঞার মেয়াদ এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হলো। বিদায়ী ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ে এটি সর্বশেষ পদক্ষেপ।
তবে বিদেশি শ্রমিকদের ওপর এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ট্রাম্পের এই নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন। তবে নিষেধাজ্ঞার পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে কিছু স্পষ্টভাবে জানান নি তিনি। তবে ট্রাম্পের দেয়া এসব নিষেধাজ্ঞা দ্রুতই বাতিল করা সম্ভব।
তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে প্রথম নাম যুক্তরাষ্ট্র। এখনো পর্যন্ত দেশটিতে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২ কোটি মানুষ বেকার হয়ে পড়েছে। অক্টোবরে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালত বিদেশি শ্রমিকদের ওপর দেওয়া ট্রাম্পের দেয়া এ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিয়েছিল। এসময় তারা জানায়, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ব্যবসাক্ষেত্রে অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে দেশটির নবম সার্কিট কোর্ট অব আপিলে আবেদন করেছে। যেখানে আগামী ১৯ জানুয়ারি এ নিয়ে যুক্তিতর্ক হওয়ার কথা রয়েছে।
সেরা টিভি/আকিব