কলকাতার উডল্যান্ড হাসপাতালের চিকিৎসক ডাক্তার আফতাব সাংবাদিকদের জানান, ‘সৌরভের এনজিওপ্লাস্টি করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা বেশ ভাল। সামনের ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। পুরোপুরি সচেতন অবস্থায় আছেন সৌরভ। তার হৃদপিন্ডে দুটি ব্লকেজ পাওয়া গিয়েছিল। সেই ব্লকেজের চিকিৎসা হয়েছে। সোমবার চিকিৎসকরা আবার বৈঠকে বসবেন। সেদিনই তার পরবর্তী চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হার্ট অ্যাটাকের পর এখন আমরা তার শারীরিক অবস্থা সুস্থির হওয়ার ওপর বেশি অগ্রাধিকার দিচ্ছি। এই মুহূর্তে অবশ্য সৌরভ কোন ঝুঁকিতে নেই। সার্বিক শারীরিক অবস্থা সম্পর্কে বলা যায় তার সবকিছুই বেশ ভাল যাচ্ছে।’
শনিবার, ২ জানুয়ারি সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি তার কলকাতার বাসায় ব্যায়াম করার সময় মাথা ঘুরে পড়ে যান। তাকে সঙ্গে সঙ্গে উডল্যান্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ।
সেরা টিভি/আকিব