ডেস্ক রিপোর্ট:
দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটিতে সদস্য নির্বাচিত হলেন ড. মো. আবুল হোসেন দিপু। ২০১৭-২০১৯ ও ২০১৯-২০২২ পরপর দুই মেয়াদে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটিতে সদস্য নির্বাচিত হন। ড। দিপু বৃহত্তর ময়মনসিংহ বিভাগের গফরগাঁওয়ের কৃতী সন্তান। বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কমিটিতেও সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি। এছাড়া
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ড. মির্জা জলিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ভ্যানগার্ড জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সদস্য হিসেবে নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় ড. মো. আবুল হোসেন দিপু বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবো।’ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সাধ্যমতো কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সেরা টিভি/আকিব