অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরকে সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর আওয়ামী লীগ কমিটি গঠিত হয় ২০১৯ সালের ৮ ডিসেম্বর। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর কমিটির মেয়াদ তিন বছর। তবে ৭৫ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন মিলেছে ১ বছর ২২ দিন পর গত শুক্রবার।
রোববার (৩ জানুয়ারি) রাত ৯টায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়। সভাপতি একেএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক সিটি মেয়র সাদিক আবদুল্লাহর এই কমিটিতে ৩৬ জন সদস্যের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন দলের দুর্দিনের কাণ্ডারি, একসময়কার তুখোড় রাজনীতিবিদ ও ত্যাগী নেতা শেখ মিজানুর রহমান দিপু। দীর্ঘদিন পর তিনি রাজনীতিতে সক্রিয় হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে উল্লাস দেখা গিয়েছে।
সম্প্রতি ঘোষনাপ্রাপ্ত কমিটিতে সদস্য পদ লাভ করে এক অভিব্যাক্তিতে শেখ মিজানুর রাহমান দীপু বরিশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও মহানগর আওয়ামীলীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য ২০১৯ সালের ৮ ডিসেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে একেএম জাহাঙ্গীরকে সভাপতি ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাকে সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হন। কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় এতদিন দুই নেতা চালাচ্ছিলেন মহানগর আওয়ামী লীগ। গত ১ জানুয়ারি বরিশাল মহানগর আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি অনুমোদন দেন। যা রোববার রাতে প্রকাশিত হয়।