বদলে যাচ্ছে কানাডার নীতিমালা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বদলে যাচ্ছে কানাডার নীতিমালা - Shera TV
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

বদলে যাচ্ছে কানাডার নীতিমালা

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারী ও বর্তমান পরিস্থিতিতে কানাডা সরকার বিভিন্ন ইস্যুতে নতুন নীতিমালা ও পরিবর্তন আনতে যাচ্ছে।

এরমধ্যে আলবার্টায় সর্বোচ্চ ১০ হাজার ডলার খরচের বিধান রেখে নির্বাচনী আচরণ বিধিতে পরিবর্তন, কুইবেকে অভিবাসন নীতিতে বড় ধরণের পরিবর্তন, ১ মার্চ থেকে পরিবেশ আইন কার্যকর হবে ব্রিটিশ কলোম্বিয়ায়। এছাড়াও ন্যূনতম মজুরি বৃদ্ধি, প্লাস্টিকের ব্যবহার কমানো, করোনার ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন ইস্যুতেও নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

পরিস্থিতি অনুযায়ী সময় উপযোগী করতেই এসব নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছে ফেডারেল সরকার।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন বছরে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নতুন বছরের প্রাক্কালে কানাডিয়ানদের স্বাগত জানিয়ে তার ফেইসবুক এবং টুইটারে এক বার্তায় বলছেন, বিগত বছর আমরা মহামারীর  চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি। আমরা বছরটি গুটিয়ে নিয়ে নতুন বছরে একটি নতুনের দিকে আমাদের অধ্যবসায়, আমাদের বুদ্ধি, আমাদের মূল্যবোধ, আমাদের দায়িত্ববোধ এবং অন্যদের প্রতি আমাদের মমতায় সবাইকে নিয়ে এগিয়ে যাবো। ২০২১ সালে আমরা কানাডাকে আরও ন্যায়সঙ্গত করে সমৃদ্ধ এবং শক্তিশালী কানাডা গড়ে তুলব।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারীর এই সময়ে কানাডা সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত এবং প্রশংসিত। বিশেষ করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ব্যক্তিগত উদ্যোগ এবং কানাডিয়ানদের প্রতি তার সহমর্মিতা ও সহযোগিতা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে ট্রুডো সরকারের নেয়া নাগরিকদের জন্য বিভিন্ন প্রণোদনাও পৃথিবীর অন্যান্য দেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360