স্টাফ রিপোর্টার:
নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুর কাদের মির্জা বলেছেন, ‘চারদিকে বারুদের গন্ধ। অস্ত্র তাক করে রেখেছে। আমাকে মেরে ফেলতে পারে। আমাকে মেরে ফেললে আপনারা জানাজা পড়ে মাটি দিয়ে আসবেন। আমি কবরের জায়গা দেখিয়ে দিয়েছি।’
গতকাল শুক্রবার বসুরহাট পৌরসভার (৫, ৬ ও ৭ নং ওয়ার্ড) মমিন ব্রাদার্সের বাড়ির দরজা, রামদী শেখ রাসেল স্মৃতি সংসদ ও হক মার্কেটের সামনে নির্বাচনী পথসভায় নিজের এ শঙ্কার কথা প্রকাশ্যে জানিয়েছেন তিনি।
আবদুর কাদের মির্জা আরও বলেন, ‘আমেরিকা থেকে বিমানবন্দরে এসে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, আমি অন্যায়–অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি কি এটা থেকে সরে যেতে পারব? পারব না। কে রাঘব, কে বহিষ্কার করার কথা বলে, কে জেলে দেওয়ার কথা বলে, কে মেরে ফেলার কথা বলে; মেরে ফেললে আমি কবর ঠিক করে রেখেছি। হাসরের দিন যারা এসব করছে, তাদের সঙ্গে দেখা হবে।’
তিনি বলেন, ‘আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি এদেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য। সরকার মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছে কিন্তু ভোটের অধিকার দিতে পারেনি।’
আবদুল কাদের মির্জা বলেন, ‘আমার অনুভূতিতে আঘাত করেছে নোয়াখালীর রাজনীতি।বাংলাদেশের রাজনীতির ব্যাপারে কিছু জানি না। আমার বক্তব্য নেই। এগুলো বিকৃতভাবে অনেকে লেখে। সাংবাদিক ভাইয়েরা এখন এসব নিয়ে লেখা বন্ধ করেছে। বিপদে তারাও আছে।’
সেরা টিভি/আকিব