স্পোর্টস ডেস্ক:
আসন্ন পিএসএলের ড্রাফটে নাম দিয়েছিলেন বাংলাদেশের ২০ ক্রিকেটার। তবে একজনের প্রতিও আগ্রহী দেখায়নি কেউ। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ দলের ব্যস্ততা থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের না পাওয়ার শঙ্কা ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর।
চলতি বছরের পিএসএল ২০ ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
রোববার লাহোরে অনুষ্ঠিত ড্রাফটে বিদেশি ক্যাটাগরিতে নাম ছিল ৪০০-এর বেশি ক্রিকেটারের। এর মধ্যে দল পেয়েছেন ক্রিস গেইল, রশিদ খান, মুজিব উর রহমান, ক্রিস লিন, ডেভিড মিলাররা।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের নাম ছিল প্লাটিনাম ক্যাটাগরিতে। আর ডায়মন্ড শ্রেণিতে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেনরা ছিলেন গোল্ড ক্যাটাগরিতে।
সেরা টিভি/আকিব