পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় পাশাপাশি বসে বিষপানে নবম শ্রেণীর কিশোর -কিশোরীর মৃত্যু।
লাইলী-মজনু, শিরি-ফরহাদ, ত্রিস্তান-ইসল্টা, রোমিও-জুলিয়েট নামের পাশে কী অক্ষয় হয়ে থাকবে রাজিব ও রাবেয়া্র নাম? রূপকথার শুক ও শারির মতো একজোড়া তরুণ হৃদয়, আহা! কোনো কোনো পাখির জোড়া মরে গেলে নিঃসঙ্গ অপর পাখিটিও মরে যায়। রাজিবও রাবেয়া ও কি ছিল তেমন এক জোড়া, যাদেরi একজন মারা গেলে অপরজনের আত্মা আপনা থেকেই নিশ্বাস নিতে ব্যর্থ হয়? কোনো কোনো শোকও কি বোমার শেলের মতো—তার আঘাত সইতে পারে না কোনো কোনো প্রেমিক মানুষ?গতকাল রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টঙ্গীবাড়ীয়া গ্রামের রাজিব( ১৭)ও রাবেয়া(১৫)নামে যুগলের বিষপানে মৃত্যু হয়। তাদের পোস্টমর্টেম শেষে দুজনের ওসিয়াত অনুযায়ী একসাথে কবর দেয়া হয়েছে। তারা মৃত্যুর আগে কাগজে লিখে ছিলেন তাদেরকে যেন পাশাপাশি কবর দেয়া হয়।