ইন্টারন্যাশনাল ডেস্ক:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ইসলামিক সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন উত্তর প্রদেশের বিজেপির মন্ত্রী আনন্দ স্বরূপ শুকলা। রবিবার (১৭ জানুয়ারি) তিনি মমতার সমালোচনা করতে গিয়ে এমন মন্তব্য করেন।
আনন্দ স্বরূপ শুকলা বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয়তায় বিশ্বাস করেন না। তিনি দেব দেবীকে অপমান করেছেন। মমতা একজন ইসলামী সন্ত্রাসী। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।’
আরও পড়ুন: মোদীর বিচার হবে ইঞ্চিতে ইঞ্চিতে: মমতার হুঁশিয়ারি
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটের কথা উল্লেখ করে বিজেপির মন্ত্রী আরও বলেন, ‘মমতা বিধানসভা ভোটে খারাপভাবে পরাজিত হবেন। তারপরে তাকে বাংলাদেশে আশ্রয় নিতে হবে।’
মমতাকে ‘ইসলামিক সন্ত্রাসী’ বললেন বিজেপি মন্ত্রী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
মন্ত্রী আরও বলেন, “মুসলমানরা ‘ভারত মাতা কি জয়’ এবং ‘বন্দে মাতারম’ বলে দেশে (ভারত) সম্মানিত হবেন।”
আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ায় ক্ষুব্ধ মমতা!
এ বছরের শেষের দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে লড়াই করতে হবে বিজেপির সঙ্গে। খবর: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
সেরা টিভি/আকিব