আমেরিকান বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ শামছুন এলিট। বাংলাদেশের রাজশাহীতে জন্মগ্রহন করা শামছুন এলিট খুব অল্প বয়সে পারি জমান যুক্তরাষ্ট্রে। তার পড়াশোনা ও বেড়ে ওঠা নিউইয়র্ক শহরকে ঘীরেই। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে গড়ে তুলেছেন নিজেকে। নিজের সততা, কর্মস্পৃহার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্বব্যাপী। নিউইয়র্কের ফোরডাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শামছুন এলিট। একজন শিক্ষক, একজন ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা। নিজস্ব মেধা আর প্রজ্ঞার বলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্যা রুপে। আজ তার জন্মদিন। প্রথম প্রহরেই তার কণ্যা এবং কন্যার বন্ধুদের কাছ থেকে পান সারপ্রাইজ পার্টি। আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী আর নেটিজেনদের কাছ থেকে পাচ্ছেন বিভিন্ন শুভেচ্ছা বার্তা। খুব অনাড়ম্বরভাবে নিজ বাসগৃহেই তাকে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করতে দেখা গেছে।
প্রধান পেশা শিক্ষকতা হলেও কাজ করছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। ২০১৬ সালে প্রথম বাংলাদেশী প্রতিযোগী হিসেবে মিস আমেরিকা ২০১৬ তে অংশগ্রহন করেন তিনি। পরবর্তীতে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মিস বাংলাদেশ প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে লড়েন তিনি। ২০১৮ সালে প্রথমবারের মত অংশ নেন নিউইয়র্ক ফ্যাশন উইকে। যথাক্রমে মিস ট্যুরিজম ইন্টারন্যাশনাল এর আয়োজনে অংশ নিয়ে মিস ইন্টারন্যাশনাল ২০২০ হন তিনি। এছাড়া গত বছরের ফেব্রুয়ারীতে তার ডিজাইন করা পোশাকে নিউইয়র্ক ফ্যাশন উইকে অংশ নেন ম্যাক্সিকান, ফ্রান্স,ইতালী, আফ্রিকান আমেরিকান অনেক তরুনীই।