ইন্টারন্যাশনাল ডেস্ক:
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। বুধবার দেশটিতে করোনায় মারা যায় ১৮২০ জন। এর আগের দিনও দেশটিতে রেকর্ডসংখ্যক তথা ১৬১০ জন মানুষ করোনায় মারা যায়। এ যেন প্রতিদিন আগের দিনের রেকর্ড ভাঙছে। দ্য মিরর ডট কো ডট ইউকের খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মারা গেছেন ৯৩ হাজার ২৯০ জন। এর মধ্যে গত সাত দিনেই মারা গেছেন ৮ হাজার ৫২৩ জন। এখন বিশ্বে করোনায় সর্বোচ্চ মৃত্যুহার যুক্তরাজ্যে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৫ লাখ ৫ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭১ হাজার ৫১৯ জন।
সেরা টিভি/আকিব