ইন্টারন্যাশনাল ডেস্ক:
জাপানে ভয়াবহ তুষারঝড়ে দুর্ঘটনার কবলে পড়েছে ১৩৪টি গাড়ি। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষের কারণে রাস্তায় আটকা পড়ে আছে শত শত মানুষ।
মিয়াগির উত্তর প্রদেশে তোহোকু এক্সপ্রেসওয়ের এক কিলোমিটারের ভেতর কমপক্ষে ১৩৪ টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আটকে রয়েছে। মঙ্গলবার বিকেলে আকস্মিক তুষারঝড়ের কবলে পড়ে গাড়িগুলো। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় একশ কিলোমিটার। তীব্র বাতাসের কারণে গাড়িগুলো একটার সঙ্গে আরেকটার সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন হতাহত হন।
এক জাপানি জানান, হঠাৎ করেই কি যেন হয়ে গেল। সামনে কি ছিল কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই ব্রেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ি।
স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়। আটকা পড়াদের উদ্ধারে উদ্ধারকারীরা কাজ করছে বলেও জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলেও সতর্ক করা হয়।
বিগত কয়েক সপ্তাহ ধরেই জাপানে তুষারপাত বেড়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে গড় প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ তুষারপাত হচ্ছে।
সেরা টিভি/আকিব