চসিক মেয়রের প্রচারনায় একঝাঁক তারকা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
চসিক মেয়রের প্রচারনায় একঝাঁক তারকা - Shera TV
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

চসিক মেয়রের প্রচারনায় একঝাঁক তারকা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার:

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে শোবিজের অনেক তারকাকেই প্রচারণায় দেখা গেছে। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও দেখা গেছে অনেককে। এবার আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এক প্রার্থীর প্রচারণায় অংশ নিতে উড়ে গেলেন এক একঝাঁক তারকা।

প্রচারণায় ছুটে যাওয়া তারকাদের মধ্যে রয়েছেন- চিত্রনায়ক রিয়াজ, সায়মন, মীর সাব্বির, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, তানভিন সুইটি,বিজরী বরকুতুল্লাহ ও তারিন জাহান।

রোববার সকালের ফ্লাইটে তারা বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছান বলে জানান নায়ক সাইমন সাদিক। সাইমনের সঙ্গে যখন প্রতিবেদকের কথা হয় তখন তারা প্রচারণার অংশ নিতে নির্ধারিত জায়গায় যাচ্ছেন বলে জানান।

সাইমন বলেন, ‘আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নিতে এসেছি। দু’দিনের সফর আমাদের। এ দুদিনে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে রোড শো ও নির্বাচনী প্রচারণায় অংশ নেব। কাল আবার ঢাকায় ফিরবো।’

নাটক চলচ্চিত্রের জনপ্রিয় শিল্পীরা নগরীর নিউমার্কেট মোড়, কাজীর দেউরী, ইস্পাহানী-জিইসি মোড়, ২ নং রেলগেট, অক্সিজেন মোড়, মুরাদপুর-বহদ্দার হাট হয়ে কর্ণফুলী নতুন ব্রিজ মোড়ে গিয়ে রোববার প্রথম দিনের প্রচারণা কার্যক্রম শেষ করবেন।

তারকারা সোমবার বেলা ১১ টায় নগরীর অলংকার মোড় থেকে শুরু করে টাইগারপাস-দেওয়ান হাট-বাদামতলী মোড় হয়ে ফকিরহাট-সল্টগোলা, দক্ষিণ-মধ্যম হালিশহর, ইপিজেড, স্টিলমিল বাজার-এয়ারপোর্টে গিয়ে প্রচারণার কার্যক্রম শেষ করবেন।

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র আছে ৭৩৫টি। মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

সেরা টিভি/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360