ঢাকায় মেরিন কোর্টে দুই মাস্টারের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে। রায়ের পর হঠাৎ করে বরিশালসহ সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছেন নৌযান শ্রমিকরা।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার পর বরিশাল নগরীর লঞ্চ টার্মিনাল থেকে ঢাকাগামী লঞ্চগুলো টার্মিনাল থেকে সরিয়ে নিয়ে ওপার চরকাউয়া এলাকায় নোঙ্গর করে রাখা হয়েছে।
লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু। এসময় তিনি জানান, লঞ্চের দুই মাস্টারের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় নৌ শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়াই লঞ্চ বন্ধ করে দিয়েছে। বরিশালের ঢাকাগামী লঞ্চগুলো টার্মিনালের ওপাড়ে নিয়ে গিয়ে নোঙর করে রাখা হয়েছে।
লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার জন্য আলাপ-আলোচনা চলছে। আশা করি খুব শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান ওই সহ-সভাপতি।
সেরা টিভি/আকিব